চকরিয়ায় সীমানা বিরোধের জেরে হামলা
চকরিয়ায় সীমানা বিরোধের জেরে হামলা চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নে বসতভীটার জমির সীমানা বিরোধে একটি গাছ কাটাকে কেন্দ্র করে হামলা চালিয়ে একই পরিবারের ৪জন (সহোদর)কে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলা করায় এবার মা-বাবাকে কুপালো প্রতিপক্ষরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলার বাদী আইয়ুব আলী (৬২) ও তার স্ত্রী ছাবিরা বেগম ৫০)সহ ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতা আরো ৬/৭জনকে আসামী করে ১৫ এপ্রিল চকরিয়া থানায় মামলা (নং ১৭/২০) দায়ের করা হয়েছে। ওই মামলায় ক্ষিপ্ত হয়ে অদ্য ১৭ এপ্রিল সকালে অভিযোগে জানা গেছে, পূর্ববড়ভেওলা সিকদারপাড়া গ্রামে বসতভীটার সীমানা নিয়ে মৃত ইউছুপ আলীর পুত্র আইয়ুব আলী গংয়ের সাথে কবির আহমদ-বশির আহমদ গংয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনারদিন আইয়ুব আলী গংয়ের বসতভীটার একটি আমগাছ কাটার সময় বাধা সৃষ্টিসহ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় তৈরী ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় গুরুতর আহত হন আইয়ুব আলী...